কক্সবাজার সুগন্ধায় সরকারি জমি দখল করে সড়ক নির্মাণ বন্ধ করলো প্রশাসন

 



কক্সবাজার অফিস:


কক্সবাজার শহরের পর্যটন এলাকার সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সরকারি খাসজমি দখল করে আবাসিক হোটেলের সুবিধার্থে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছিলো দীর্ঘদিন ধরে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল কলাতলী সুগন্ধাবীচ সংলগ্ন এলাকায় চলমান রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন।

জানা যায়, পরিত্যক্ত কক্স হলিডে ইন নামের থ্রি স্টার হোটেলের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ২৭ জনের একটি সিন্ডিকেটকে। নেতৃত্বে ছিলেন গোলাম মওলা, হাবিব, ড্রাগন শাওন, ফারুক, ফিরোজ, রশিদ, শাহজাহান, নোমান, আবু বক্কর, নুরুল হকসহ আরও অনেকে।


অভিযোগ অনুযায়ী, তারা সরকারি শত কোটি টাকার সম্পত্তি দখল করে হোটেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পর আশেপাশের জমি বিক্রিরও পরিকল্পনা করছিলেন।


আমাদের সঙ্গে আলাপকালে সিন্ডিকেটের অন্যতম হোতা গোলাম মওলা স্বীকার করেছেন যে, তিনি সরকারি জমি দখল করে এসব কাজ চালাচ্ছেন।


এর আগে সুগন্ধার সাচিদানন্দ সেনগুপ্ত ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুল গংরা ৩০০ কোটি টাকার জমি দখল করেছিলেন। সংবাদ প্রকাশের পর প্রশাসন তা উচ্ছেদ করেছিল। কিন্তু সম্প্রতি আবারও একই এলাকায় দখল কার্যক্রম শুরু করে এ সিন্ডিকেট।


কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, “অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে জেলা প্রশাসন সবসময় কঠোর। আগেও উচ্ছেদ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো।”


এদিকে স্থানীয়রা জেলা প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সুগন্ধা পয়েন্টের পাশাপাশি শিগগিরই ড্রাগন মার্কেট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ