দেড় হাজার কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: সীমান্তে কঠোর বার্তা

 


কক্সবাজার: দেড় হাজার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের অভিযানে জব্দ করা ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, বিভিন্ন প্রকার মদ ও বিয়ারসহ অন্যান্য মাদক আজ দুপুরে ধ্বংস করা হয়। মাদক নির্মূলে বিজিবির এই কঠোর পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) কক্সবাজারের ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে এই মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান। তিনি বলেন, "সীমান্ত সুরক্ষা ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।"

এ সময় বিজিবি জানায়, এসব মাদক উদ্ধার অভিযানে ২,৬৯৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত মাদকদ্রব্য বুলডোজার দিয়ে মাটির নিচে চাপা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ