কনস্টেবল নিয়োগ: পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহন দিচ্ছে কক্সবাজার পুলিশ





কক্সবাজার প্রতিনিধিঃ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহনের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখের সঙ্গে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের তারিখ মিলে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।


নিয়োগ পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পেকুয়ার মগনামা ঘাট থেকে দুপুর ৩টায়, পেকুয়া চৌমহনী থেকে ৩টা ২০ মিনিটে এবং চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ৩টা ৪৫ মিনিটে এই পরিবহন পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র দেখিয়ে এসব যানবাহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।


পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীনের নির্দেশে আগামী ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষে পেকুয়া ও চকরিয়ার পরীক্ষার্থীরা নির্ধারিত স্থান থেকে বিনামূল্যে পুলিশ লাইন্সে যেতে পারবেন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কোনো যোগ্য প্রার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ