ডেস্ক রিপোর্টঃ
মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রুবেল এবং অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিরোধ সম্প্রতি প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের মধ্যস্থতায় শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়। উভয় পক্ষ বিতর্কিত পোস্ট মুছে ফেলে এবং একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি সমাপ্ত বলে জানানো হয়।
তবে মীমাংসার পরও, শুক্রবার সন্ধ্যায় কিছু লোক ফয়সাল আমিনের পক্ষে ব্যানারসহ রাস্তায় নেমে এস এম রুবেলের বিরুদ্ধে অশালীন স্লোগান দেয় ও মানববন্ধন করে। এতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় মহেশখালী উপজেলা প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেন, এমন উসকানিমূলক কর্মকাণ্ড মীমাংসিত বিষয়কে ঘোলাটে করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রেস ক্লাব তার এস এম রুবেলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।
– মহেশখালী উপজেলা প্রেস ক্লাব
0 মন্তব্যসমূহ