কক্সবাজারে হত্যাসহ ১৮ মামলার আসামি আটক



সিনিয়র রিপোর্টার (আরবিএন)ঃ


কক্সবাজারের মহেশখালীর এক চাঞ্চল্যকর ও অস্ত্রধারী সন্ত্রাসী, ১৮টি মামলার আসামি জসিম উদ্দিন প্রকাশ জসিম ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক অপরাধে অভিযুক্ত এই ডাকাতকে আজ দুপুরে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে আটক করা হয়। তার গ্রেফতারের মধ্য দিয়ে মহেশখালীসহ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিরাজমান অপরাধের আতঙ্ক কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক গোয়েন্দা তৎপরতায় গোপন সূত্রে খবর আসে যে, মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের এই চাঞ্চল্যকর অপরাধী সদর থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আজ (২২ জুলাই) দুপুরে র‍্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন গুনগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ ডাকাত জসিমকে একটি বাটন ফোন ও নগদ ১১৫০ টাকা সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃত জসিম ডাকাত পুলিশ সদস্য এসআই পরেশ বড়ুয়া হত্যা মামলারও অন্যতম আসামি। এছাড়া, তার বিরুদ্ধে মহেশখালী থানায় ৫টি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৪) মহেশখালীর হোয়ানক পূর্ব কাঠালতলি পাড়ার সৈয়দ মিয়ার পুত্র।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই গ্রেফতার মহেশখালী ও কক্সবাজারের অপরাধ দমনে র‍্যাবের চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ