কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার আলোচিত দালাল বিধান রুদ্র আটক
//সরকারি নথি নিয়ে ঘুষ আদায়ের অভিযোগ
//ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের অভিযান; ডিসি বললেন, 'দালালবিরোধী অভিযান চলমান থাকবে'
এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার আলোচিত দালাল বিধান রুদ্রকে আটক করেছে জেলা প্রশাসন। সরকারি নথি ব্যবহার করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুষের টাকা আদায়ের অভিযোগ ওঠার পর আজ শনিবার (১২ জুলাই) বিকেলে কক্সবাজার এলএ অফিস থেকে তাকে আটক করা হয়। এই গ্রেফতারের মধ্য দিয়ে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দালাল চক্রের অপতৎপরতা আবারও সামনে এলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা-১ এর (অনিয়মপ্রাপ্ত) উমেদার বিধান রুদ্র ও তার সহযোগীদের এলএ শাখার একটি সরকারি চেক, নথিসহ কমিশনের টাকার জন্য বৈঠক করতে দেখা যায়। ভিডিওতে তাদের সরকারি নথি পর্যালোচনা করতেও দেখা যায়, যা থেকে প্রতীয়মান হয় যে তিনি কমিশনের টাকার জন্য গোপনে এই কাজ করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ভুক্তভোগী বিধান রুদ্রের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদের নির্দেশে ন্যাশনাল ডিসি (এনডিসি) কেএম ইনজারুল হক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিভিন্ন ফাইলসহ দালাল বিধান রুদ্রকে হাতেনাতে আটক করা হয়। এনডিসি ইনজারুল হক জানান, "এ যাবতকালে যত দালাল আটক হয়েছে, তাদের মধ্যে বিধান রুদ্র অন্যতম শীর্ষস্থানীয়। খবর পেয়ে আজ তাকেই আটক করা হয়েছে।" পরবর্তীতে আইনি ব্যবস্থার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, "এখন পর্যন্ত ভুয়া সাংবাদিকসহ ৬ জন দালালকে আটক করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।" তিনি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এখনও এজাহার জমা পড়েনি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
0 মন্তব্যসমূহ