জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল: কক্সবাজারে হোটেল কর্মী আটক



নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটলে পর্যটক দ্রুত ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে হোটেল মিশুকের অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পরে হোটেল মিশুকের কর্তৃপক্ষ এসে ট্যুরিস্ট পুলিশের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। কর্তৃপক্ষের আশ্বাসের পর আটককৃত কর্মীকে ছেড়ে দেওয়া হয়।


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কক্সবাজারে পর্যটকদের সাথে কেউ বাটপারি বা প্রতারণা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এবং পর্যটকদের সাথে দুষ্টামি করলে কিংবা হয়রানি করলে পুলিশ পুলিশ কঠোর অবস্থানে যাবে"

সচেতন মহলের দাবি, এই ঘটনা পর্যটকদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ