১০০ কোটি আয়ের ‘মিথ্যা’ অভিযোগ: মানহানির ৫০ কোটি টাকার মামলা করলেন শাহজাহান চৌধুরী!



‘অগ্রযাত্রা’ নামের ফেসবুক প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিওর জেরে সাইবার ট্রাইব্যুনালে মামলা; সম্পাদকসহ ৫ আসামি, তদন্তের নির্দেশ পিবিআইকে


এরফান হোছাইনঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রচার করে সম্মানহানির অভিযোগে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুক ভিত্তিক ভিডিও প্ল্যাটফর্মে প্রচারিত প্রতিবেদনের জেরে তিনি এই আইনি পদক্ষেপ নিলেন।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে শাহজাহান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যে অভিযোগের ভিত্তিতে মামলা

মামলায় দাবি করা হয়েছে, গত ৪ জুন ‘অগ্রযাত্রা’ নামের ওই ফেসবুক পেইজে ৭ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রচারিত হয়। ভিডিওটির শিরোনাম ছিল: ‘কক্সবাজারে ৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’। মামলার বাদীর অভিযোগ, এই ভিডিওতে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে শাহজাহান চৌধুরীর রাজনৈতিক ও সামাজিকভাবে মানহানি করা হয়েছে।

আসামির কাঠগড়ায় যারা

এই মানহানির মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন:

  • ‘অগ্রযাত্রা’র সম্পাদক মেহেদী হাসান অর্ণব

  • জেলা বিএনপি নেতা সুলতান আহমদ

  • টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপি নেতা ইমান হোসেন

  • ‘অগ্রযাত্রা’র রিপোর্টার খান মঈন উদ্দিন

  • ‘অগ্রযাত্রা’র রিপোর্টার ফাহিম হাসান

কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তার মক্কেল শাহজাহান চৌধুরীর সম্মানহানির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ একদল আইনজীবী এই মামলা পরিচালনা করছেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন এবং তার জেরে সম্মানহানির এমন বৃহৎ অঙ্কের মামলা দেশের অনলাইন গণমাধ্যম ও সাইবার পরিসরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পিবিআই'র তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ