শফি ডাকাতের প্রধান সহযোগী রুবেল বিপুল অস্ত্রসহ আটক

 



টেকনাফে র‍্যাবের দীর্ঘ অভিযানে গুলিবর্ষণ করে শফি ডাকাতের পলায়ন; উদ্ধার হলো শটগান, লোকাল গান ও তাজা কার্তুজ

কক্সবাজার, ১৬ জুলাই ২০২৫: কক্সবাজার জেলার ত্রাস, কুখ্যাত ডাকাত শফি ডাকাতের অন্যতম সহযোগী এবং হত্যাসহ একাধিক মামলার আসামি ডাকাত রুবেলকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গতকাল (১৫ জুলাই) বিকেলে টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় শফি ডাকাতের আস্তানায় র‍্যাবের দীর্ঘ অভিযানে তাকে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত শফি ডাকাত ও তার দলবল গুলিবর্ষণ করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফের পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে এবং ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গতকাল বিকেলে ওই স্থানে অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানের শুরুতেই শফি ডাকাত ও তার দলবল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। র‍্যাবের দল তাদের ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেল (২৭)-কে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

আটকের পর ডাকাত রুবেলের দেখানো মতে এবং উপস্থিত সাক্ষীদের সামনে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি লোকাল গান, ১২টি তাজা এ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ এবং ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা ৮নং ওয়ার্ডের আব্দুল গফুরের পুত্র।

স্থানীয় ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, ডাকাত শফি বর্তমানে আব্দুল খালেকসহ অন্যান্য সহযোগীদের নিয়ে একটি নতুন ডাকাত দল গঠন করেছে। এই দলটি টেকনাফের গহীন পাহাড় ও সমতল এলাকায় ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। কুখ্যাত শফি ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণের ৫টি, অস্ত্রের ৪টি, ডাকাতির প্রস্তুতির ২টি, মারামারির ৩টি, হত্যার ২টি এবং সরকারি কর্তব্যে বাধাদানের ১টি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পিএসসি জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই গ্রেফতারের মধ্য দিয়ে টেকনাফ অঞ্চলে ডাকাত দলের অপতৎপরতা দমনে র‍্যাবের কঠোর অবস্থান আবারও প্রমাণিত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ