কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলাধীন বিজিবি ক্যাম্প এলাকায় এক ব্যাটারিচালিত মিশুক (অটো-রিকশা) চালকের বিরুদ্ধে নারী যাত্রীর প্রতি অশালীন ভাষা প্রয়োগ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
আজ সোমবার (৭ জুলাই) ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে চালক প্রকাশ্যে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী নারীর বর্ণনা অনুযায়ী, বিজিবি ক্যাম্প এলাকা থেকে কলাতলী যাওয়ার জন্য ওই নারী যাত্রী মিশুক চালককে ৫০ টাকা ভাড়া দিতে চান। কিন্তু চালক প্রথমে ১০০ টাকা এবং পরে ৮০ টাকা দাবি করেন। ভাড়ার এই তারতম্য নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চালক যাত্রী বহন করতে অস্বীকৃতি জানান এবং সে গোপন অঙ্গ দেখিয়ে অশালীন ভাষায় মহিলা যাত্রীকে গালিগালাজ শুরু করেন । এমনকি, তিনি অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা জনসম্মুখে একজন নারীর জন্য অত্যন্ত বিব্রতকর।
এই ঘটনায় ভুক্তভোগী নারী মিশুক চালকের এমন 'বিয়াদব' আচরণের তীব্র নিন্দা জানিয়ে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
0 মন্তব্যসমূহ