অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ; স্মার্ট ক্লাসরুম, অতিরিক্ত ফি বন্ধ ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবি
কক্সবাজার, ২৩ জুলাই ২০২৫:
এরফান হোছাইন, কক্সবাজার অফিসঃ
কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১৯ দফা দাবি জানিয়েছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল। আজ (২৩ জুলাই) দুপুরে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনটি এসব দাবি উত্থাপন করে।
ছাত্রদলের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: কলেজের প্রতিটি শ্রেণিকক্ষকে স্মার্ট ক্লাসরুমে রূপান্তর করা, স্নাতক (অনার্স ও পাস) এবং স্নাতকোত্তর শ্রেণির ক্লাস সপ্তাহে পাঁচ দিন চালু করা, বিদ্যমান সকল বিষয়ে মাস্টার্স কোর্স এবং যুগোপযোগী নতুন অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা। এছাড়া, কলেজের যাবতীয় শ্রেণি কার্যক্রম বিসিএস ক্যাডার শিক্ষকদের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা ও আর্থিক অনিয়ম রোধে ছাত্রদল বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে—ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ও বাড়তি ফি আদায় বন্ধ করা এবং সবক্ষেত্রে পূর্ণাঙ্গ ফি চার্ট প্রকাশ করা। বিগত ১৬ বছরের (২০০৯ সাল থেকে) কলেজের ৩০টি খাতের হিসাব ছাত্র নেতৃবৃন্দসহ ছাত্র-ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করা এবং যাবতীয় দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, উন্নয়নের নামে 'হরিলুটকারী' হিসেবে চিহ্নিত ছাত্র-শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনার দাবিও রয়েছে। মজলুম ও অসহায় কর্মচারীদের উপর দমন-পীড়ন পরিহার এবং অপ্রয়োজনীয় জনবল ছাঁটাই করে কলেজের ব্যয় কমানোর কথাও বলা হয়েছে।
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ক্যাম্পাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে ছাত্রদলের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে: কলেজের কম্পিউটার ল্যাব ও ল্যাংগুয়েজ ল্যাবসমূহ আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা, কলেজের মেইন গেটের পশ্চিম পাশের অবৈধ দোকানগুলো উচ্ছেদ এবং ভূমিদস্যুদের হাত থেকে বেহাত হওয়া সরকারি ভূসম্পত্তি পুনরুদ্ধার করা। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলোতে যাবতীয় আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কতিপয় ছাত্রসংগঠনের প্রভাবমুক্ত করে ক্যাম্পাসে সকল দল ও মতের সহাবস্থান নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়েছে। ডে কেয়ার সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার, ছাত্রী কমনরুম, ছাত্রীদের নামাজ কক্ষ, সুপরিসর ও স্বল্পমূল্যে মানসম্মত খাবারের ক্যান্টিন স্থাপন, কলেজ বাসের ব্যবস্থা, কেন্দ্রীয় ও সেমিনার গ্রন্থাগারগুলোকে আধুনিকায়ন এবং একটি স্বয়ংসম্পূর্ণ মেডিকেল সেন্টার স্থাপনের দাবিও জানিয়েছে ছাত্রদল।
ছাত্রদল স্মারকলিপিতে উল্লেখ করেছে, এসব দাবি বাস্তবায়িত হলে কলেজের শিক্ষা, পরিবেশ, স্বচ্ছতা ও নিরাপত্তার মান বৃদ্ধি পাবে এবং কক্সবাজার সরকারি কলেজ দেশের অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। অধ্যক্ষের নেতৃত্বে কলেজ কর্তৃপক্ষ দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে বলে ছাত্রদল আশা প্রকাশ করেছে।
0 মন্তব্যসমূহ