কক্সবাজার অফিসঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু সালেহ গতকাল সকালে তীব্র অসুস্থতা অনুভব করায় উন্নত চিকিৎসার জন্য পরিবার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
অসুস্থ নেতার খবর শুনা মাত্রই গতকাল রাতেই মুহতরাম জেলা সভাপতি জননেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর-এর নেতৃত্বে জেলা শাখার এক প্রতিনিধি দল হাসপাতালে দেখতে যান।
এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জেলা সভাপতি অসুস্থ নেতার সার্বিক খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। মুহতরাম জেলা সভাপতি অসুস্থ নেতার দ্রুত রোগ মুক্তির জন্য জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কাবীর,দপ্তর সম্পাদক মুহাম্মাদ মোর্শেদুল ইসলাম কাউসার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী,সহ-সভাপতি জনাব আব্দুল হামিদ আজাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ