কক্সবাজার পৌরসভায় নাগরিক হয়রানি, সিন্ডিকেট-নির্ভর লুটপাট এবং সেবার মান নিয়ে তীব্র অসন্তোষের মুখে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে স্থানীয় নাগরিকরা। তাদের মূল দাবি, পৌর প্রশাসকের অপসারণ এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থা নিশ্চিত করা।
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার সেবাদান প্রক্রিয়ায় নাগরিক হয়রানি এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে 'কক্সবাজার পৌরবাসী'র ব্যানারে ছাত্র প্রতিনিধি, শ্রমিক ও সাধারণ নাগরিকরা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো—নাগরিক হয়রানি বন্ধ করা, সিন্ডিকেট-নির্ভর লুটপাট প্রক্রিয়া বন্ধ করা এবং বর্তমান পৌর প্রশাসকের অপসারণ।
সিন্ডিকেটমুক্ত পৌরসভার দাবিতে আট দফা
নাগরিকদের পক্ষ থেকে উত্থাপিত আট দফা দাবিতে একটি সিন্ডিকেটমুক্ত ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। প্রথম চারটি দাবি হলো:
১. অযোগ্য প্রশাসকসহ স্বৈরাচারী আমলে লবিংয়ের মাধ্যমে পৌরসভায় নিয়োগপ্রাপ্ত সকল কর্মীর অপসারণ। ২. সকল পুরাতন ও নতুন লাইসেন্স বাতিল করে নতুন আবেদনগুলো ড্রয়ের মাধ্যমে প্রদান করতে হবে। শ্রমিকদের গাড়িতে স্থায়ীভাবে লাইসেন্স দিতে হবে এবং পুলিশের ডেটাবেজ অনুযায়ী কিউআর কোড (QR Code) সম্বলিত লাইসেন্স ইস্যু করতে হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে। ৩. পৌরসভাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে, যাতে কোনো প্রভাবশালী গোষ্ঠী টেন্ডার বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতে না পারে। ৪. যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নাগরিক হয়রানির শিকার না হন।
বাকি চারটি দাবি হলো:
৫. স্বৈরাচারী আমলে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের যে জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ প্রদান করা হয়েছিল, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে বাতিল করতে হবে। ৬. জন্ম নিবন্ধন, নাগরিক সনদ এবং ট্রেড লাইসেন্সসহ যাবতীয় সনদ সংক্রান্ত কার্যক্রম সহজ ও দ্রুততর করতে হবে। ৭. জনদুর্ভোগ সৃষ্টিকারী কাঁচা রাস্তাগুলো পাকা বা সংস্কারের ব্যবস্থা নিতে হবে। ৮. নতুন লাইসেন্সের আড়ালে কোটি টাকা আত্মসাতের বিনিময়ে যে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেই সিন্ডিকেটকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এ বিষয়ে প্রশাসককে জবাবদিহি করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় ছাত্র প্রতিনিধি তানজিদুল ইসলাম, শাহেদ মোহাম্মদ লাদেন, সাফওয়ান আল আজিজ, রায়াদ, জাওয়াদসহ অন্য নাগরিকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ