মহেশখালী উপজেলা যুবদলে সাধারণ সম্পাদক পদে সেলিমের প্রার্থীতা ঘোষণা




মহেশখালী যুবদলের নতুন নেতৃত্বে আসতে চাই দুঃসময়ের কর্মী: সাধারণ সম্পাদক পদে সেলিম মাহমুদ জীবন প্রার্থীতা ঘোষণা



//বিলুপ্ত কমিটির পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় তার প্রার্থিতা ঘোষণা; দলীয় দুঃসময়ে সক্রিয় থাকা এই নেতা ছাত্রদল থেকে যুবদলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন


নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবদলের কমিটি  সদ্য বিলুপ্ত হয়।আসন্ন নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সেলিম মাহমুদ জীবন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এবং দলের কঠিন সময়ে সক্রিয় থাকা এই নেতাকে ঘিরে এখন মহেশখালী যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।


মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা যায়, সেলিম মাহমুদ জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সুপরিচিত। তার পরিবারের অন্যান্য সদস্য জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সমর্থক।  দলের দুঃসময়ে তিনি সবসময় সক্রিয়ভাবে মাঠে ছিলেন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত রাখতেন প্রতিটি মিছিল বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে দলের আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার এই ত্যাগী মনোভাবের কারণেই কর্মী মহলে তার প্রতি বিশেষ আস্থা ও সমর্থন রয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল থেকে ধাপে ধাপে যুবদলের নেতৃত্বে উঠে এসেছেন। এর আগে তিনি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি মহেশখালী উপজেলা যুবদলের সহ-সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ বর্তমান ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের মতো দায়িত্বশীল পদে আসীন হন 


মহেশখালী উপজেলা যুবদলের কমিটি সম্প্রতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যা নতুন করে নেতৃত্ব নির্বাচনের পথ খুলে দিয়েছে। এই পরিস্থিতিতে সেলিম মাহমুদ জীবনের মতো একজন অভিজ্ঞ ও দুঃসময়ের কর্মীর সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা মনে করছেন, তার মতো একজন পরীক্ষিত নেতা নেতৃত্বে এলে মহেশখালী যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।


সেলিম মাহমুদ জীবন তার প্রার্থিতা ঘোষণার পর জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে দলের গঠনতন্ত্র মেনে যুবদলকে আরও সুসংগঠিত করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ