ড. ইউনূসের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার বাদী দুদকের কর্মকর্তা গুলশান আনোয়ার কক্সবাজার থেকে পিরোজপুরে বদলি
কক্সবাজার, ২৪ জুলাই:
আরবিএন নিজস্ব প্রতিবেদকঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা ‘মিথ্যা’ মামলার বাদী উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার থেকে পিরোজপুরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। এই বদলিকে ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
মামলার প্রেক্ষাপট ও বাতিল
২০২৩ সালের ৩০ মে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যদিও এই মামলাকে "বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন" বলে আখ্যায়িত করা হয়। অধ্যাপক ইউনূস ও গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তা গত বছরের ৮ জুলাই হাইকোর্টে এই মামলার কার্যধারা বাতিলের আবেদন করেন। গত ২৪ জুলাই হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দেন। তবে চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে যায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির সর্বসম্মতিক্রমে এই রায় দেন।
গুলশান আনোয়ারের বিতর্কিত ভূমিকা
অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার পর গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়। তার এই বদলিকে কেন্দ্র করে তার অতীত ও বর্তমান ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের একজন "দাপুটে কর্মকর্তা" হিসেবে পরিচিত গুলশান আনোয়ার প্রধান ড. মুহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব মামলার ‘কারিগর’ হিসেবেও তার পরিচিতি রয়েছে।
অভিযোগ ও কড়া বার্তা
বিভিন্ন সূত্রে অভিযোগ রয়েছে, তিনি ‘ডলারে ঘুষ’ গ্রহণ করতেন এবং বর্তমানে ‘অজ্ঞাত আশীর্বাদে’ আরও দাপুটে হয়ে উঠছেন। রাজনৈতিক মহলের একাংশে আলোচনা চলছে যে, একসময় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে সংবাদপত্রে কলাম লিখলেও, বর্তমানে তাকে ‘পুরোদস্তুর বিএনপি কর্মী’ হিসেবে দেখা যাচ্ছে। দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বদলির আদেশে কয়েকটি কড়া বার্তা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: বদলিকৃত কর্মকর্তাদের অবমুক্ত হওয়ার পূর্বেই সকল নথিপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিতে হবে এবং আগামী ২৭.০৭.২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন। ড. ইউনূসের বিরুদ্ধে বাতিল হওয়া মামলার বাদী হিসেবে গুলশান আনোয়ার প্রধানের কক্সবাজারে পদায়ন এবং তার বিতর্কিত অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে নতুন করে নানা আলোচনা-সমালোচনা চলছে।
0 মন্তব্যসমূহ