উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত ১৬৪; এলাকায় শোক ও আতঙ্ক
সকাল ৬টায় উড্ডয়ন করে, ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত; শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে আঘাত; ঘটনাস্থলে ভিড় স্বজনদের, দেশজুড়ে একদিনের শোক ঘোষণা
ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে, যা পুরো রাজধানীকে স্তম্ভিত করে দিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। চীনের তৈরি এই যুদ্ধবিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। ভবনটির নাম 'প্রজেক্ট-২' এবং এতে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হতো, যদিও দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা ছুটি শেষে কোচিং করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের সামনেই বিমানটি আঘাত হানে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে ১৯ জন নিহতের খবর নিশ্চিত করেন এবং আহত হন অন্তত ৫০ জন। পরবর্তীতে আইএসপিআর জানায়, নিহতের সংখ্যা ১৮ জন এবং আহত ১৬৪ জন। তবে সর্বশেষ তথ্যে জানা যায়, এই দুর্ঘটনায় বিমানের পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও মারা গেছেন, ফলে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে।
বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মা-বাবা ও স্বজনদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই তাদের সন্তানদের খোঁজ পাননি, যা এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে। ঘটনাস্থলে থাকা এক অভিভাবক, লাকি আক্তার, দুপুর তিনটার দিকে জানান, তিনি তার বড় সন্তানকে বের করতে পারলেও ছোটজনের কোনো খোঁজ পাচ্ছেন না।
অগ্নিদগ্ধ ও আহতদের দফায় দফায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। আইএসপিআর-এর তথ্যমতে, সেখানে ৭০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার জন্য মেট্রোরেলের একটি বগি 'রিজার্ভ' রাখা হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার প্রেস উইং থেকে জানানো হয়েছে, হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২৩ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন।
জরুরি প্রয়োজনে আহত ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের জন্য একাধিক হটলাইন চালু করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন নম্বর-০১৯৪৯০৪৩৬৯৭। এছাড়া, মিলিটারী রেস্কিউ ব্রিগেড–০১৭১৬৯০০২৪২০২, সিএমএইচ বার্ন ইউনিট–০১৭১৬৯০১৩০১৯, সিএমএইচ ইমার্জেন্সি ০১৭৬৯০১৩০১১, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার–০১৮১৪৭৭৪১৩২, ভাইস প্রিন্সিপাল–০১৭৭১১১১৭৬৬ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ (পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষও রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে।
(সূত্র: প্রথম আলো)
0 মন্তব্যসমূহ