কক্সবাজারে পুলিশের স্ত্রীর ওপর পাশবিকতা: চুরি করতে ঢুকে ধর্ষণ

 



//চকরিয়ার ভাড়া বাসায় মধ্যরাতে লোমহর্ষক ঘটনা; দুই মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ধর্ষণ, মামলা দায়ের

কক্সবাজার, ১৬ জুলাই ২০২৫:
এরফান হোছাইন,  কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় এক লোমহর্ষক ঘটনা ঘটেছে, যেখানে চুরি করতে ঢুকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। ঘটনার সময় ওই পুলিশ সদস্য তার কর্মস্থলে, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ছোট দুটি শিশু সন্তান ঘরে ছিল।
গত সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই পাশবিক ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে কৌশলে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঘরে ঢুকেই সে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। এই সময় ঘরে থাকা ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর শিশুদের কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে এবং ঘটনার ভয়াবহতা জানতে পারে।
ঘটনার পরপরই রাতেই ওই নারীর স্বামী কর্মস্থল থেকে এসে বিস্তারিত শুনে চকরিয়া থানায় যান। পরদিন সকালে তিনি থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, "পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।" এই জঘন্য ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ