কক্সবাজারে ইসলামী আন্দোলনের জনসভায় চাদাঁবাজদের বিরুদ্ধে চরমোনাইয়ের কঠোর হুশিয়ারি
কক্সবাজার, ১৪ এপ্রিল ২০২৫:
এরফান হোছাইন,কক্সবাজার প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য তিনি সকল ইসলামি দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়, যেখানে পীর সাহেব চরমোনাই এই আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক জনসমাগম ঘটে। প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, সাথে নীতিরও সংস্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা, দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধের ওপর তিনি জোর দেন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরও তাদের দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন। তিনি ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করার নির্দেশ দেন। সমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার, গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করা হয়। একইসঙ্গে দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও জোর দাবি জানানো হয়।
উক্ত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আমেলা সদস্য ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার, জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহদ আনোয়ারী, বিডি মজলিস কক্সবাজার জেলা শাখার আমির নুরুল কবির হেলালী, বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুস, বাংলাদেশ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভাটি কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তির জানান দিয়েছে।
0 মন্তব্যসমূহ