এস.এম. সুজা উদ্দিনের নেতৃত্বে পৌরসভা ও হোয়ানকে সক্রিয় প্রচার; ১৯ জুলাই কক্সবাজারে আসছেন পার্টির শীর্ষ নেতৃবৃন্দ
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচি 'জুলাই পদযাত্রা'র বার্তা নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলাজুড়ে ব্যাপক জনসংযোগ চালিয়েছে। পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা উদ্দিনের নেতৃত্বে মহেশখালী পৌরসভা এবং হোয়ানক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই জনসংযোগ পরিচালিত হয়, যেখানে স্থানীয় জনসাধারণের মধ্যে কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
আগামী ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ কক্সবাজারে আগমন করবেন। এই আগমনকে সামনে রেখে গত ১০ জুলাই সকাল থেকে এস. এম. সুজা উদ্দিন পথে-প্রান্তরে সাধারণ মানুষের সাথে মিশে ১৯ তারিখের কেন্দ্রীয় নেতাদের আগমনী বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবগত হন।
এস. এম. সুজা উদ্দিন এই জনসংযোগ কার্যক্রম প্রসঙ্গে বলেন, "আগামী ১৯ তারিখ এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে কক্সবাজারের সর্বসাধারণের মধ্যে এক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সকলেই উৎসুক হয়ে আছেন তাদের সাথে দেখা করতে।" তিনি আশা প্রকাশ করে বলেন, "আমরা আশা করছি, কক্সবাজারে 'জুলাই পদযাত্রা' স্মরণীয় হয়ে থাকবে।"
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি 'জুলাই পদযাত্রার' অংশ হিসেবে আগামী ১৯ তারিখ কক্সবাজারে আসবেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ জাতীয় নেতৃবৃন্দ। এই উপলক্ষেই পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস. এম. সুজা উদ্দিনের নেতৃত্বে মহেশখালীর পৌরসভা এবং হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া, হরিয়ারছড়া, কাঠালতলি পাড়া, টাইমবাজারপাড়া, পুঁইছড়া, বড়ছড়া, রাজুয়ার ঘোনা, করুনতলী, মোহরাকাটা ও পানিরছড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই জনসংযোগ চালানো হয়। এই পদযাত্রা ও জনসংযোগের মাধ্যমে এনসিপি তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
0 মন্তব্যসমূহ