চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি: 'মৃত্যুফাঁদ' থেকে মুক্তি চায় পর্যটন রাজধানী
//প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
এরফান হোছাইন:
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের সংযোগকারী মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের রান্নাঘর রেস্তোরাঁয় 'কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি'র উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দীর্ঘদিনের এই দাবিকে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত ৮টায় অনুষ্ঠিত এই সভায় অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভার সর্বসম্মত অনুরোধক্রমে 'কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক হিসেবে কমরেড গিয়াস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, উপদেষ্টা এইচ এম এরশাদ উল্লাহ, সদস্য সচিব রুহুল আমীন সিকদার এবং যুগ্ম সদস্য সচিব কলিম উল্লাহ নির্বাচিত হন।
বক্তারা সভায় জোর দিয়ে বলেন, কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। কিন্তু এই গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৪ লেনেও উন্নীত না হওয়ায় এটি এখন 'মৃত্যুফাঁদে' পরিণত হয়েছে।
কক্সবাজার গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের যুগ্ন-আহবায়ক মো: বিন আব্দুল্লাহ ম্যাক্স বলেন, প্রতি মাসে গড়ে ১-২ জন মানুষ এই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন এবং ১০-২০ জনের বেশি আহত হচ্ছেন। এই পরিসংখ্যান তুলে ধরে তারা দ্রুত ৬ লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাংবাদিক এইচ এম এরশাদ তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন এলাকায় ৪ লেন ও ৬ লেন মহাসড়কে উন্নীতকরণ হয়েছে, যদিও সেসব এলাকা কক্সবাজারের মতো পর্যটনবান্ধব বা কৌশলগতভাবে এতটা গুরুত্বপূর্ণ নয়। তিনি আক্ষেপ করে বলেন, কক্সবাজার থেকে বিভিন্ন দলের নেতারা মন্ত্রীত্ব পেলেও কক্সবাজারবাসীর দীর্ঘদিনের এই দাবি নিয়ে কেউ এগিয়ে আসেননি। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যেহেতু চট্টগ্রামের সন্তান, তাই তার আন্তরিক হস্তক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ে কক্সবাজার ও চট্টগ্রামবাসী ৬ লেন মহাসড়ক পাবে বলে তারা আশা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নাজেম উদ্দিন, রুহুল আমিন সিকদার, কলিম উল্লাহ,কমরেড গিয়াস উদ্দিন, সাংবাদিক আব্দু শুক্কুর, সাংবাদিক শাহেদ মিজান, সোলতান মাহমুদ, সাংবাদিক মো: লিটন, সাংবাদিক এরফান হোছাইন, সহ আরও অনেকে। তারা সকলেই এই দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ