কক্সবাজার অফিসঃ
৫ আগস্টের পর ক্ষমতার পালাবদল হলেও কিছু সংখ্যক সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তাদের হাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদকর্মীরাও অনিরাপদ হয়ে পড়েছেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কক্সবাজারের খুরুশকুলে, যেখানে "জুলাই ছাত্র জনতা হত্যা মামলা"র এক আসামি কর্তৃক একজন সাংবাদিককে হেনাস্থা করা হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, "জুলাই ছাত্র জনতা হত্যা মামলা"র ৫১৮ নং আসামি, খুরুশকুলের মেহেদি পাড়ার জাফর আলমের পুত্র আজিজ, আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা, ভূমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। সরকারের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে সে নিজেকে বেপরোয়া হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
মামলার আসামি হয়েও দাপট
গত ২১ মার্চ ২০২৫ সালে ছাত্র প্রতিনিধি এনামুল হক বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা (মামলা নং- ৪৯) দায়ের করেন। ওই মামলায় "আওয়ামী লীগের দোসর" ও "জুলাই-আগস্ট হত্যা"য় জড়িত থাকার অভিযোগে আজিজকে ৫১৮ নং আসামি করা হয়। সম্প্রতি এই মামলায় জামিন পেয়েই আসামি আজিজ আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ।
সাংবাদিক হেনাস্থা ও হুমকি
অভিযোগ উঠেছে, গত ৩০ জুন রাত অনুমানিক ৯টায় কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ের পুরাতন বারের সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথরোধ করে সাংবাদিককে হেনাস্থা করে আজিজ। এ সময় সে ছাত্র প্রতিনিধিদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাদের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়।
সাংবাদিককে হেনাস্থার এই গুরুতর ঘটনায় জাফর আলমের পুত্র আজিজকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ৪৯ নং ছাত্র হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এস আই চিন্ময় বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার আসামি আজিজকে গ্রেফতারের চেষ্টায় আছে থানা পুলিশ।
এই ঘটনায় স্থানীয় জনমনে এবং সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষী আজিজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ