কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র উদ্ধার

 



থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এলজি, এয়ার রাইফেলসহ ৭ রাউন্ড গুলি জব্দ; জড়িতদের ধরতে অভিযান অব্যাহত

কক্সবাজার অফিসঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১৫। কতিপয় বাঙালি ও রোহিঙ্গা সদস্যের একটি দল ডাকাতি করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‍্যাব-১৫ সবসময় তাদের দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি, সন্ত্রাস, মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রবিবার (২৯ জুন) দুপুরে র‍্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালি ইউপিস্থ থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা নিজেদের সঙ্গে থাকা অস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়।

পরে র‍্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া ০১টি এলজি, ০১টি বিদেশী এয়ার রাইফেল, ০৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ০৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ ও ০১ রাউন্ড বার বোরের খালি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, পালিয়ে যাওয়া বাঙালি ও রোহিঙ্গা সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ