কক্সবাজারে নিষিদ্ধ এমএলএম 'অতিথি ডটকম'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
কক্সবাজার অফিসঃ কক্সবাজারের অভিজাত হোটেল লং বিচ ও কক্স টুডে-তে বিভিন্ন সেমিনারের আয়োজন করে বিনিয়োগের বিপরীতে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ এমএলএম 'অতিথি ডটকম'-এর বিরুদ্ধে।
গতকাল ২১ জুন কক্সবাজারের অভিজাত হোটেল লং বিচ ও কক্সটুডে সহ নানা হোটেলে সেমিনার ও লোক দেখানো প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করতে দেখা যায়।
জানা যায়, সমুদ্র নগরী কক্সবাজারের বড় বড় হোটেল ব্যবসায়ী, আমজনতা, প্রশাসনের লোক সহ নানা শ্রেণির সহজ সরল মানুষদের টার্গেট করেছে উক্ত অতিথি ডট কম।
প্রাথমিকভাবে বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, গাড়ি এমনকি বিমানের টিকিট বুকিংয়ের অনলাইন মাধ্যম হিসেবে নিজেদের প্রচার করলেও, অভিযোগ উঠেছে যে এই অনলাইন বুকিংয়ের আড়ালে প্রতিষ্ঠানটি মূলত এমএলএম ব্যবসায় জড়িত। এই প্রতারণামূলক ব্যবসায় সাধারণ মানুষকে আকৃষ্ট করতে তারা সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্রেস্ট প্রদানসহ নানা লোক দেখানো কার্যক্রম পরিচালনা করছে।
0 মন্তব্যসমূহ