বার্তা পরিবেশকঃ
কক্সবাজার শহরের ১১ নং ওয়ার্ডের (দক্ষিণ) শাখা বিএনপি'র দপ্তর সম্পাদক নাসির উদ্দীনকে বিদেশি মদসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
গত ১০ মে (শনিবার) রাত আনুমানিক ১০ টার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
জানা যায়, নাসির উদ্দীন শহরের ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত ওলা মিয়ার ছেলে এবং ১১ নং ওয়ার্ড় দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ করিমের ছোট ভাই। নাছির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মোটা অংকের টাকা দিয়ে রাজনৈতিক দলের পদ ভাগিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে ১১ নং ওয়ার্ড বিএনপি'র দক্ষিণ শাখার সভাপতি আব্দুল গফুর বলেন, বিষয়টি আমি অবগত নই তবে এমন ঘটনা ঘটে থাকলে দুঃখজনক।মূলত অত্র কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম তার ছোট ভাই নাছিরকে কমিটিতে নিয়েছিলো। সে মাদকের সাথে সম্পৃক্ত কিনা আমার জানা নেই।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ সিরাজুল মোস্তফা। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমাদের একটি টিম অভিযান চালিয়ে নাছির নামে একজনকে বিদেশি মদসহ আটক করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ