বার্তা পরিবেশকঃ
৫ এপ্রিল বাদ আছর বাংলাবাজারস্থ আল-নুর কমিউনিটি সেন্টারের ২য় তলায় কক্সবাজার সদরের অন্তর্গত পি.এম.খালী ইউনিয়নের আলেম-উলামাদের সমন্বয়ে মাওলানা আইয়ুব সাহেবের সভাপতিত্বে মুফতি হানিফ রাইয়্যান কাসেমীর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে পি.এম.খালী উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সর্বশ্রদ্ধেয় আলেমেদ্বীন ধাওন খালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিম সাহেব দা.বা.।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া মোরা মুহিউসসুন্নাহ মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা মুফতি নুরুল হক সাহেব দা.বা., হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম বড় মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান মাওলানা ক্বারী জহিরুল হক সাহেব দা.বা., গাজীপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফিরোজ সাহেব দা.বা., ছনখোলা নয়া পাড়া মাদরাসার পরিচালক মাওলানা গোলামুর রহমান সাহেব দা.বা., জুমছড়ি দারুল ইরফান মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী দা.বা., ধাওন খালী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা ফজলুল হক সাহেব দা.বা., চট্টগ্রাম শুলকবহর মাদরাসার শিক্ষক মাওলানা আনছারুল হক সাহেব দা.বা., জুমছড়ি দারুল ইরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ছৈয়দ নুর ফারুক দা.বা. সহ পি.এম.খালী ইউনিয়নের সর্বস্তরের উলামায়ে কেরাম প্রমুখ।
প্রধান অতিথির আলোচনা শেষে পি.এম.খালী উলামা পরিষদ গঠন করে মাওলানা এমদাদ উল্লাহ সাহেবকে সভাপতি, মাওলানা মুফতি কাজী আসাদ আবদুল্লাহ সাহেবকে সাধারণ সম্পাদক, মাওলানা আবদুল হামিদ আজাদ সাহেবকে সাংগঠনিক সম্পাদক করে "পি.এম.খালী উলামা পরিষদ" এর আত্মপ্রকাশের ঘোষণা দেন।
শেষে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
0 মন্তব্যসমূহ