কক্সবাজার রিপোর্টঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকা থেকে মোহাম্মদ ফারুক (৩৫) নামের এক টমটম চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এই ঘটনা ঘটে গত শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে।
অপহৃত ব্যক্তি ফারুক কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার মৃত আবুল খাইরের ছেলে।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইটন দেব জানান, গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে কালারমারছড়া বাজার থেকে যাত্রীবেশে কয়েকজন অপহরণকারী ফারুকের টমটমে ওঠে। তারা চালিয়াতলী যাওয়ার কথা বললে চালক তাদের সেখানে নিয়ে গেলে অস্ত্রের মুখে তাকে ধারাখাল ব্রিজের দিকে জিম্মি করে নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারীরা ফারুকের মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে। ফারুকের পরিবার তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে অপহরণের খবর পেয়ে নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বিত দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। আভিযানিক দল মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে ঘটনাস্থলের দিকে রওনা হলে তারা পালিয়ে যায়। রাতভর ব্যাপক তল্লাশির পর অবশেষে শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে যৌথ বাহিনী মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রিজের পাশ থেকে ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
তবে, এই অপহরণের কারণ এখনও স্পষ্ট নয়। ফারুক বা তার পরিবারের কারো সাথে পূর্ব শত্রুতা ছিল কিনা অথবা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই এই অপহরণ করা হয়েছিল, তা তদন্ত করে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক অভিযানে ফারুককে উদ্ধার করা গেলেও, অপহরণকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
অপহৃত ব্যক্তি ফারুক অপহরণকারী চক্রের সদস্যদের চিনে না বলে জানান। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।
মহেশখালীর মতো শান্ত এলাকায় এই ধরনের অপহরণের ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
0 মন্তব্যসমূহ