নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি জবরদখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ সরকারের মালিকানাধীন সম্পত্তি এবং ভুয়া দলিল বা জাল খতিয়ান তৈরি করে সরকারি সম্পদ দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এই ক্ষেত্রে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
জেলা প্রশাসক জানান, সুগন্ধা পয়েন্টের ওই এলাকায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে বেশ আগেই। সম্প্রতি সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমিতে দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের খবর পাওয়ার পরপরই কক্সবাজার সদরের এসিল্যান্ডের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় এবং নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, একটি দুষ্টচক্র বিভিন্ন ভুয়া তথ্য তৈরি করে সরকারি সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। এমনকি রাতের আঁধারেও সেখানে নির্মাণ কাজ চালানোর অপচেষ্টা চলছে।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক আরও জানান, প্রশাসন খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসন তার নিজস্ব সম্পত্তি ভূমিদস্যু বা দুষ্টচক্রের হাত থেকে রক্ষার্থে যা যা করা প্রয়োজন, আইন অনুযায়ী সবই করবে। এখানে কোনো অবৈধ দখলদার ছাড় পাবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, সুগন্ধা পয়েন্টের এই মূল্যবান সরকারি জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের কুদৃষ্টিতে রয়েছে। জাল দলিল তৈরির মাধ্যমে এটি দখলের চেষ্টা নতুন কিছু নয়। তবে, জেলা প্রশাসকের এই সুস্পষ্ট বার্তা এবং কঠোর অবস্থানের ঘোষণা স্থানীয় সচেতন মহলকে আশান্বিত করেছে। তারা আশা করছেন, প্রশাসনের দৃঢ় পদক্ষেপের মাধ্যমে সরকারি এই সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে এবং ভূমিদস্যুদের অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।
0 মন্তব্যসমূহ