কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে ত্রিমূখী সংঘর্ষে নিহত ৮

 



এরফান হোছাইনঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। লোহাগাড়া উপজেলার চুনতিতে দুটি মাইক্রোবাসবাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় পরপর দুটি বড় সড়ক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয়দের কয়েকজন জানান, এই মহাসড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের বেহাল দশা ও চালকদের বেপরোয়া গতি এর অন্যতম কারণ। মহাসড়কের দ্রুত সংস্কার এবং চালকদের প্রশিক্ষণের দাবি জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ