আরবিএন নিজস্ব প্রতিবেদকঃ
পর্যটন স্পট থেকে শহরের আবাসিক এলাকা, ব্যবসায়িক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের নাকের ডগায় ছড়িয়ে পড়েছে ছিনতাইয়ের ঘটনা।
শনিবার (৯ মার্চ) সকালে কক্সবাজার সদর থানার কাছেই বঙ্গবন্ধু সড়কে এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তিন যুবক অস্ত্র দেখিয়ে ওই যুবকের টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে এবং তারা সম্প্রতি জেল থেকে বের হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। সিএনজির নম্বর প্লেট ঢেকে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছিনতাইয়ের শিকার যুবক ঢাকা থেকে এসে বাসার দিকে যাওয়ার পথে এই ঘটনার শিকার হন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাইয়ের শিকার যুবক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
0 মন্তব্যসমূহ