ছেনোয়ারা বেগম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

ছেনোয়ারা বেগম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ



নিজস্ব প্রতিবেদক 


চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন এলাকায় ছেনোয়ারা বেগম শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হিলভিউ বয়েজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুইজরিস জুনিয়র দল।


শুক্রবার (২১ মার্চ) রাত ১১টায় কসমোপলিটন ১২নং রোড মাঠে অনুষ্ঠিত হয় টুর্মামেন্টের ফাইনাল ম্যাচ। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা  মো. সাইফুল ইসলাম সাইফ। মোহাম্মদ বাবুল হায়দারের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, ৪৩নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. মাসুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো.  শাহাদাত হোসেন ও পাঁচলাইশ থানার সাবেক যুবদল সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল। 


এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ এবং কসমোপলিটন ১২নং এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ