কক্সবাজারে খুলনার কাউন্সিলর টিপু হত্যায় নারীসহ আটক ৩, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

 



কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডের ঘটনায় তিন জনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবী করেন তিনি।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে আগামীকাল বুধবার সকালে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার (৯জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা কয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ