অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা প্রদান করেন এমপি।

 


ইফতেখারুল ইসলাম জুয়েল:

কক্সবাজার চকরিয়া উপজেলাধীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নে কঅগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবার ও পৌরসভার ২,৯ নং ওয়ার্ডের ৯টি পরিবার অন্যান্য সহ সর্বমোট ২৪ টি পরিবারকে ২ বাইন টিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪৪ হাজার অর্থ সহায়তা প্রদান করেন কক্সবাজার -১( চকরিয়া -পেকুয়া) আসনের মাননীয়  সংসদ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)।

এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, দূর্যোগ ও ত্রান অধিদপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও জনসাধারণের উদ্দেশ্যে এমপি বলেন, আমি সাধারণ মানুষের জন্য এমপি নির্বাচিত হয়েছি। আপনাদের সুখে এবং দুঃখের সময় আমাকে স্বরণ রাখবেন। আমি আমার এই সময় কালে যতদূর সম্ভব চকরিয়া ও পেকুয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নিরবচ্ছিন্ন ভাবে সাধারণ মানুষের জন্য  কাজ করে যাব। আমি আপনাদের মাঝে সাধারণ মানুষ হিসেবে  বেঁচে থাকতে চাই। আপনাদের সহযোগীতা একান্ত কাম্য বলে আমি মনে করি।

জানা যায়, ১ মার্চ ২০২৪, শুক্রবার ভোররাত চারটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজি পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ভোররাতে হঠাৎ শোরচিৎকার শুরু হলে দেখা যায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ